দহন || নাজমীন মর্তুজা

দহন
নাজমীন মর্তুজা


তোমার মন পেতে অনেক অভিনয় করতে হলো
তাই বদলে নিয়েছি দিনলিপি
অপ্রাপ্তি আর নির্লিপ্ততার ক্ষণ পার করছি
এ বেলা ও বেলা করে।

ভালো বাসা এমনই দরজা
আমন্ত্রণ ছাড়া ঢোকাই যায় না…
দাঁড়িয়ে আছি আশাবাদী মন নিয়ে
একদিন – ভালোবাসা আসবে ফিরে।

ভালোবাসাহীন জীবন সে কেবলি
মেকী শ্বাসের উঠা-পড়া কঙ্কালের স্তুপে
জরা ও ব্যাধিতে; জীর্ণ অন্তর।

ভাবনার বয়ানে গান নাটক কবিতা
প্রত্যেকটি যা বলে যায় মানুষ
শরীরে পলাতক মনের কথার ধ্বনিমূর্ছনা
সে তো জীবনকে ধুলোমাখা পিঁড়িতে বসিয়ে একাকী দহন।