দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ পরিবার পেলো শুভসংঘের শীতবস্ত্র
শীতের মৌসুম শেষের দিকে হলেও বৈরী আবহাওয়ায় উত্তরাঞ্চলের শীতের প্রভাব এখনো কাটেনি, যদিও বেলা বাড়ার সাথে সাথে দিনের বেলায় শীতের প্রকোপ কিছুটা কমলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা এই অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। তাই বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৩ফেরুয়ারি মঙ্গলবার সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ডের জগদল গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ হত-দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করল শুভসংঘ।
জয়ন্তী হেমরম শীত বস্ত্র পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন,এ-বছর কাহ হামাক শীতের কাপড় দেই নাই কিন্তু শীতের শেষ সময় বসুন্ধরা শুভসংঘ আমাদের খবর রেখেছে।
এ সময় উপস্থিত ছিলেন,বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখা কমিটির উপদেষ্টা ও কালের কন্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক রাকেশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন, জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম, মাসুদ রানা ও বীরগঞ্জ সরকারি কলেজ শাখার সহ-সভাপতি হাবিবা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক লিপি আক্তার, রিংকি আক্তার, সহ কোষাধ্যক্ষ আরজিনা আক্তার কার্যকরী সদস্য জান্নাতুন ফেরদৌস, শাহরিয়ার, ইমন রায়, শাকিল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন