দিনাজপুরের বীরগঞ্জে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসি রক্তদানে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে সরকারি কলেজের হলরুমে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক, র‌্যালি, বৃক্ষ রোপন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড.এ.কে এম সাসুদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস। তিনি রক্ত দান কার্যক্রমকে সাধুবাদ জানান এবং বিভিন্ন সু- পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. ইসতিয়াক চৌধুরী, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউিট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ তারেক ইবনে নাসিম, বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোহেল আহমেদ।

দিনাজপুরের নারী উদ্যোক্তা নিশিতা রায় নিশি, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রুমানা ফারজানা ও প্রভাষক মোঃ আল-মামুন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তানভির আহম্মেদ। তিনি জানান এ পর্যন্ত তাদের বিভিন্ন ইউনিট মুমূর্ষু রুগীকে দুই হাজার ব্যাগ রক্ত ম্যানেজ করে দিতে সহ্মম হয়েছেন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় বিভিন্ন সংগঠনের রক্তযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।