দিনাজপুরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ সনদ বিতরণ

দিনাজপুরে সদর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় পরিষদের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন এর সহোযোগীতায় আত্মরক্ষা কৌশল বিষয়ক প্রশিক্ষন সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লোকমান হাকিম ,দৈনিক পত্রালাপ ডেপুটি ইউনিট চীপ মোঃ নাজমুল ইসলাম নয়নসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও আভিভাবকবৃন্দ।

এর আগে নারী নির্যাতন প্রতিরোধে আত্মবিশ্বাস বাড়াতে প্রত্যন্ত অঞ্চলের নারী শিক্ষার্থীদের এগিয়ে যেতে সব রকম প্রতিকুলতা মোকাবেলা ও নির্ভয়ে পথচলার কৌশল জানাতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা ও আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণের প্রতি তাদের আগ্রহী এবং প্রশিক্ষনের মধ্য দিয়ে প্রশিক্ষানার্থীরা নিজেদের ছাড়াও অন্যদের সহযোগীতা করতে ১৩ জন নারী শিক্ষার্থীদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষন দেয়া হয়।