দিনাজপুর বিজনেস গ্রুপের আলোচনা সভা
অনলাইন বিসনেস প্লাটফর্মগুলোর মধ্যে দিনাজপুরে দিনাজপুর বিজনেস গ্রুপ নামক ফেইসবুক গ্রুপ ব্যাপক সাড়া জাগিয়েছে।
দিনাজপুর সদর উপজেলা শহরের একটি রেষ্টুরেন্টে দিনাজপুর বিজনেস গ্রুপ ১০ হাজার সদস্য অতিক্রম হওয়ায় ঊদদক্তাদের উন্নয়নের লক্ষে দিক নির্দেশনা মূলক আলোচনা সভায় গ্রুপের এডমিন ও সদস্যরা জানান, অর্থনৈতিক স্বাবলম্বীসহ নারী জাগরনেও তাদের আরো এগিয়ে নিতে গ্রুপটি কার্যকরী ভুমিকা পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন “দিনাজপুর বিজনেস গ্রুপ এর এডমিন বর্নি আহম্মেদ, ফিহনা মাহিয়াত, সাম্মি আক্তার লিজা, নূসরাত হাসান, কানন আহম্মেদ, ইস্মত আরা ইতি মডরেটর সাদিয়া আফরোজ, আফসানা তিথী, ক্লেরা মনি রয় সহ জেলার বিভিন্ন উদ্দক্তা।
গ্রুপটির এডমিন’রা বলেন, বিশ্বের ন্যায় দেশেও করোনা ভাইরাস এর ছোবল থেকে রক্ষা পেতে অনেকেই ঘরমুখি হয়ে পরেছিলো তাই সে মহুর্তে মানুষের মাঝে অনলাইনে মাধ্যমে পছন্দনিয় নিত্য প্রয়োজনী জিনিস একদিকে যেমন পৌছে দিয়েছে তেমনি অনেক কর্মহীন হয়ে পরা মানুষ কর্মস্থান খুজে পেয়েছে “দিনাজপুর বিজনেস গ্রুপ” আমাদের এই পেজের মাধ্যমে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন