দিনে গরম, রাতে ঠান্ডা যশোরের রাজগঞ্জে সর্দি-কাশি-জ্বর ঘরে ঘরে
দিনের বেলায় গরম, রাতে ঠান্ডা। এমন আবহাওয়ায় যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বাড়ছে রোগ বালাই। এ রোগ-বালাইয়ে চিকিৎসা নিতে রীতিমত হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বাজারে বর্তমানে ওষুধের দাম বাড়তি থাকায়, অনেক অল্প আয়ের মানুষ ওষুধ না কিনে সরকারী হাসপাতালের ওষুধের উপর ভরসা করছে।
স্থানীয় চিকিৎসকরা বলছেন- তাপমাত্রার এই আচমকা তারতম্যের সঙ্গে মানিয়ে নিতে পারছে না শরীর। তাতেই গড়বড় করছে রোগ-প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি। সেই ফাঁকে হামলা চালাচ্ছে ভাইরাস, অ্যালার্জেন, ব্যাকটেরিয়া। শ্বাসনালীর সংক্রমণে কাবু হচ্ছে মানুষ। ফলে রাজগঞ্জের ঘরে-ঘরে সর্দি-কাশি-জ্বরের রমরমা অবস্থা।
বিশেষজ্ঞরা বলছেন- শীতের বিদায়বেলায় সকাল-সন্ধ্যায় ঠান্ডা লাগলেও বেলা বাড়তেই গরম লাগছে। দুপুর-বিকেল ও সন্ধ্যা-রাতের গরম, ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। রাতে আরও বেশি হচ্ছে ঠান্ডা। আর সেই সুযোগেই হামলা চালাচ্ছে ভাইরাস।
বিশেষজ্ঞরা আরো বলছেন- আমাদের শরীরই ঠান্ডা-গরম এমন আবহাওয়া মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। একারনেই মানুষের শরীরে ভাইরাস আক্রমণ করছে। আর এতেই কাবু হচ্ছে মানুষ।
খোঁজ খবর নিয়ে জানাগেছে- বয়স্ক ও শিশুরাই চলমান ভাইরাসে আক্রান্ত হচ্ছে বেশি। তাই, তাদের কষ্ট হচ্ছে বেশি।
বিশেষজ্ঞরা বলছেন- ভাইরাসে আক্রান্ত হলেই, বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো জরুরি।
এদিকে দেখাগেছে- রাজগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীরা আসছে ওষুধ নিতে। এখানকার দায়িত্বরতরা বলছেন- অনেক রোগীর চাপ। সেতুলনায় সরকার থেকে ওষুধ সরবরাহ পাচ্ছি কম। তারপরও যা পাচ্ছি, তাই দিয়েই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন