দিনে স্ত্রী গৃহকর্মী সেজে বাসার তথ্য নেন, স্বামী চুরি করেন রাতে
দিনে গৃহকর্মী সেজে বাসায় বাসায় গিয়ে তথ্য নেওয়া স্ত্রীর কাজ। আর সেই তথ্যের ভিত্তিতে দল নিয়ে রাতে চুরি করেন স্বামী।
চট্টগ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এ তথ্য পায় পুলিশ। এ ঘটনায় প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. সাইফুদ্দীন (৩২), তার স্ত্রী রুমা আক্তার (৩৮) মো. আলম (২৪) ও মো. সাইফুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, গত বছরের ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে কোনো সময় নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকার এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী পরিবারসহ তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে একটি সংঘবদ্ধ দল এই ঘটনা ঘটায়। এরপর ভুক্তভোগী প্রবাসী বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা করেন।
একপর্যায়ে গত ১০ জানুয়ারি নগরের রৌফাবাদ এলাকা থেকে সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি এই ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেন।
তার দেওয়া স্বীকারোক্তিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নোয়াখালীর চরজব্বার থেকে গ্রেফতার করা হয় সাইফুদ্দীন ও তার স্ত্রী রুমাকে। একই দিন বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় আলমকে। চার আসামিকে গ্রেফতারের পর তাদের মুখোমুখি করে পুলিশ। একপর্যায়ে তারা চুরির বিষয়টি স্বীকার করেন এবং গ্রেফতারদের বাসা থেকে চোরাই স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে রুমা আক্তার দিনে গৃহকর্মী সেজে বাসা রেকি করেন। এরপর তার দেওয়া তথ্যে স্বামী সাইফুদ্দিনসহ চোর চক্রের সদস্যরা রাতে চুরি করেন। গ্রেফতারদের সবাইকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন