দুর্গাপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে, সারা, পারি, পপি, সাকস্, ওয়াইডবিøউসিএ, ওয়াইএমসিএ এলডিপিবি এর সহায়তায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’’ এই প্রতিপাদ্যে উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, অন্যদের মধ্যে আলোচনা করেন কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, মোঃ শাহিনুর আলম সাজু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফিক, এনজিও প্রতিনিধি লুদিয়া রুমা সাংমা প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বৈষ্ণিক উষ্ণতার কারনে আজ আমরা প্রচন্ড হুমকির মুখে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের চলতে হবে। এখন গাছ লাগানোর মৌসুম শুরু হয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় যদি আমরা বেশি বেশি বৃক্ষ রোপন করি তবেই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন