দুর্গাপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষন কমিটি গঠন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কেন্দ্রিয় কমিটির আয়োজনে সারা দেশের ন্যায় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ১৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় নৃ-তাত্তিক আদিবাসী অডিটরিয়ামে বৃহস্পতিবার রাতে সাংবাদিক ধনেশপত্র নবীশ এর সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুল ইসলাম রতন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্গাপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, মোঃ আবুল হাসেম, মোঃ নুরুল ইসলাম, মোঃ আবুল হাসেম, অশ্বিনী চন্দ্র দে, মোঃ আব্দুল মান্নান প্রমুখ। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষনে তাঁদের সন্তানদের মধ্য থেকে আনিসুল হক সুমন আহবায়ক, মোঃ সাইফুল ইসলাম যুগ্ন আহবায়ক ও মোঃ মিলন মিয়া কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষন বিষয়ক দুর্গাপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন