দুর্গাপুরে শেষ হলো ৭দিন ব্যাপী মনিসিংহ মেলা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশ বিরোধী তথা টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কম্উিনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মনি সিংহের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী মণি মেলা শেষ হয়েছে শনিবার সন্ধ্যায়।
শেষদিনের অনুষ্ঠানে সকালে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়কর উপদেষ্টা মি. অজয় সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। অন্যাদের মধ্যে আলোচনা করেন, কমরেড মণি সিংহের একমাত্রপুত্র সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: দিবালোক সিংহ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সহ:সভাপতি মোঃ আলী আসগর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো: রুহুল আমিন চুন্নু, উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক আলকাস উদ্দিন মীর প্রমুখ। আলোচনা শেষে সুসং সাংস্কৃতিক সংঘের পরিবেশনায় মনমুগ্ধতর গন-সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কমরেড মণিসিংহের কর্মময় জীবনী তুলে ধরেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন