দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে ধৈর্য ধরার আহ্বান, রংপুরের পীরগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে, বাংলাদেশের মিডিয়াকে সতর্ক থাকতে হবে।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে।’ আগের থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তিনি বলেন, সকল মিথ্যা মামলা বা মামলা বানিজ্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জস্থ শালবাগান মাঠে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে শহীদ আবু সাঈদের বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। সেখানে কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে শীতবস্ত্র বিতরণ ও আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।
এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, ওসি এমএ ফারুকসহ উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন