দেশের বিভিন্ন রুটে চলবে বুলেট ট্রেন : রেলমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/rail-montri-20180725204636.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দেশের বিভিন্ন রুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন। শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, আগামীতে ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত চলাচল করবে বুলেট ট্রেন।
বুধবার (২৫ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৮ তে তিনি এ কথা বলেন। এ সময় কয়েকজন জেলা প্রশাসকের প্রশ্নেরও জবাব দেন মন্ত্রী।
সম্মেলনে সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রেল লাইন নির্মাণ কাজ দ্রুত শুরুর অনুরোধ জানান বগুড়ার জেলা প্রশাসক।
ভৈরবে বাইপাশ রেল লাইন নির্মাণের দাবি জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক। এ ছাড়াও একই লাইনে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন, প্লাটফরম ও ট্রেনের দরজা একই বরাবর করার অনুরোধ জানান তিনি।
কমলাপুর-এয়ারপোর্ট রুটে বেশি সংখ্যক কমিউটার ট্রেন চালানোর দাবি জানান ঢাকার জেলা প্রশাসক। এরআগে জেলা প্রশাসকদের মধ্য থেকে সাতটি লিখিত প্রস্তাব পেশ করা হয় এবং রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন এগুলোর জবাব দেন।
রেলমন্ত্রী জেলা প্রশাসকদের বলেন, বিএনপি সরকার রেল খাতকে ধ্বংস করেছে। বর্তমান সরকার রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করেছে। বর্তমান প্রধানমন্ত্রী রেলে গতি এনেছেন। অনেক প্রকল্প চলছে। দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে।
সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন