দ্বিতীয় দিনে ধানের শীষের চিঠি পেলেন যারা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীতদের দ্বিতীয় দিনের মতো চিঠি দিচ্ছে বিএনপি। গতকাল বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের মনোনীতদের মধ্যে চিঠি বিতরণ শুরু হয়। রাতেও চলে এ কার্যক্রম।
আজ (মঙ্গলবার) ঢাকা ও চট্টগ্রামসহ বাকি বিভাগের মনোনীতদের চিঠি দেয়া হচ্ছে।
দ্বিতীয় দিনে দলের মনোনয়নের চিঠি পেয়েছেন যারা-
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ আসনে আশরাফ উদ্দিন খান, নেত্রকোনা-৩ আসনে রফিকুল ইসলাম হেলালী ও নেত্রকোনা-৫ আসনে আবু তাহের তালুকদার।
ময়মনসিংহ-১ আসনে ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ আসনে শাহ শহীদ সরোয়ার, ময়মনসিংহ-৪-এ আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ-৬-এ আখতারুল আলম।
ফরিদপুর-১ থেকে শাহ মোহাম্মদ আবু জাফর, ফরিদপুর-২ থেকে শামা ওবায়েদ/শহীদুল ইসলাম বাবুল এবং ফরিদপুর-৪ থেকে চিত্রনায়িকা শাহরিয়া ইসলাম শায়লা।
গোপালগঞ্জ-১ থেকে মো. সেলিমুজ্জামান মোল্যা, শরফুজ্জামান জাহাঙ্গীর, গোপালগঞ্জ-২ থেকে সিরাজুল ইসলাম সিরাজ ও ডা. কে এম বাবর।
জামালপুর-১ আসন থেকে এ এম রশীদুজ্জামান মিল্লাত, জামালপুর-৩ থেকে মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ থেকে শামীম তালুকদার এবং জামালপুর-৫ আসন থেকে ওয়ারেস আলী মামুনের হাতে মনোনয়নপত্র তুলে দেয়া হয়েছে।
শেরপুর-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মো. হজরত আলী।
কুষ্টিয়া-৩ আসনে অধ্যক্ষ সোহরাব উদ্দীন/জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
কিশোরগঞ্জ-১ আসনে রেজাউল করিম খান চুন্নু ও কিশোরগঞ্জ-৫ আসনে মুজিবুর রহমান, কিশোরগঞ্জ-৬ মো. শরিফুল আলম।
টাঙ্গাইল-৩ থেকে মো. মাইনুল হোসেন, টাঙ্গাইল-৪ থেকে লুৎফর রহমান মতিন মনোনয়নপত্র পেয়েছেন।
কুমিল্লা-৩ থেকে অধ্যাপক শাহিদা রফিক, কুমিল্লা-৫ থেকে অধ্যাপক মো. ইউনূস, কুমিল্লা-৬ থেকে হাজি ইয়াসিন, কুমিল্লা-৯ থেকে আনোয়ারুল আজীম, কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভুঁইয়া মনোনয়নপত্র পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান/এম এ খালেক।
চট্টগ্রাম-৩ থেকে নুরুল মোস্তফা, চট্টগ্রাম-১২ থেকে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ থেকে মোস্তাফিজুর রহমানকে মনোনয়নপত্র দেয়া হয়েছে।
বরগুনা-২ আসনে খন্দকার মাহবুব হোসেন, মুন্সীগঞ্জ-১ থেকে শাহ মোয়াজ্জেম হোসেন,
ঢাকা-২ থেকে আমান উল্লাহ আমান, ঢাকা-১৩ থেকে আবদুস সালাম মনোনয়নপত্র পেয়েছেন।
সিলেট-৩ থেকে শরীফ আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-১ থেকে নাসিরউদ্দিন আহমেদ এবং কক্সবাজার-২ আসন থেকে আলমগীর ফরিদ মনোনয়নপত্র পেয়েছেন।
বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত মনোনীতদের তালিকা দেয়া হয়নি। তবে গুলশান অফিসের সূত্রগুলো থেকে এ তথ্য জানা যায়। রাতে এ তালিকা চূড়ান্ত করে গণমাধ্যমে পাঠানো হবে বলেও জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন