ধামইরহাট -পত্নীতলা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ধামইরহাট -পত্নীতলা মহাসড়কের গাহনের মোড় সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারোয়ার হোসেন (৩২) ও হাবিব (১৬) নামে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টায় নজিপুর পৌরসভার সীমান্তবর্তী গাহনের মোড়ে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারোয়ার হোসেন পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহারকাটা গ্রামের জামান হোসেনের ছেলে ও নিহত হাবিব বদলগাছী উপজেলা চাঁদপুর গ্রামের রেজাউলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সারোয়ার হোসেন ও হাবিব ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সারোয়ার হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক বদলগাছী উপজেলার চাঁদপুর গ্রামের রেজাউল ফতেপুর আশা ব্র্যাক এনজিও কর্মরত ও তার ছেলে হাবিব (১৬)কে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এলাকাবাসী।

পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক জানান, গুরুতর অবস্থায় দুই জন ব‍্যাক্তিকে রাজশাহীতে রেফার্ড করলে একজনের সারোয়ার (৩২) মৃত্যু হয় এবং অপরজনের হাবিব (১৬) রাজশাহী যেতে রাত সাড়ে ৯টায় রাস্তায় মৃত্যু হয়।