ধামরাইয়ে ট্রাক চাপায় দুই সহোদর নিহত
নিজস্ব প্রতিবেদক (আওয়ার নিউজ) : ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন ও সৌরভ হোসেন নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
সোমবার রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই সহোদও হলেন- দেলোয়ার হোসেন ও সৌরভ হোসেন মাগুড়া জেলার সদর থানার শত্রুজাতপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। নিহত দেলোয়ার ধামরাইয়ের জয়পুড়ায় পোল্ট্রি ফার্মে ও সৌরভ হোসেন আশুলিয়ার ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে কাজ করত।
ধামরাই থানার উপপরিদর্শক লুৎফর রহমান জানান, ছোট ভাই সৌরভকে পৌছে দিতে ধামরাইয়ের জয়পুরা থেকে আশুলিয়ার নবীনগরের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওয়ানা হন। রাতে ১০টার দিকে ধামরাইয়ের ইসলামপুরের কাছকাছি পৌছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ধামরাই স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষনা করেন। এরপর সৌরভকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীতে চিকিৎসানাধীন অবস্থায় রাতেই সৌরভেরও মৃত্যু হয়।
এঘটনায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘাতক চালক ও ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন