নওগাঁয় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৪ টার সময় নওগাঁ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির মোড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, বীরমুক্তি যোদ্ধা আঃমালেক, সভাপতি নওগাঁ জেলা আওয়ামী লীগ, আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি আঃরহমান,উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, আলহাজ্ব ইলিয়াস তুহিন রেজা ভাইস চেয়ারম্যান সদর উপজেলা নওগাঁ, দপ্তর সম্পাদক আঃলতিফ বকুল, শ্রমবিঃসঃজহুর সিদ্দীকি মিলন সহ,প্রচার সম্পাদক রোকনউদৌলা রোকন, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম পৌর আওয়ামী লীগের সভাপতি ছেখার আহম্মেদ শিষান,সাঃসম্পাদক নাসিম আহমেদ নাসিম, জেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক খোরশদ আলম,জেলা শ্রমিক লীগের সভাপতি আঃমজিদ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়,যুবমহিলা লীগের সাঃসম্পাদক ফেন্সি আক্তার, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ, জেলা ছাত্র লীগের সভাপতি সাব্বির আহমেদ রিজভী সাঃসম্পাদক শিউল আহমেদ আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, ৩রা নভেম্বর জেলহত্যা দিবসে স্মরণ করিয়ে দেয় সেই পৃথিবীর নির্মম হত্যা কাণ্ডগুলোর মধ্যে একটা। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্হান জেলখানা আর সেখানে জাতীয় নেতাদের নির্মমভাবে গুলি করে ক্ষান্ত হন নাই শেষে ব্যানেট দিয়ে জাতীয় নেতাদের হত্যা নিশ্চিত করেন খুনিরা। এই হত্যাযজ্ঞ শুরু হয় ১৫ ই আগষ্ট থেকে পরবর্তী সময়ে ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ও বার বার হত্যার চেষ্টা করে ব্যার্থ হয়। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৬ টি আসন যেন আবারও নৌকা জয়ী হয় এ বিষয়ে সকল সংগঠনের নেতা কর্মি একসাথে কাজ করবে বলে আশা ব্যাক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন