নওগাঁর পত্নীতলায় ডেমক্রেসিওয়াচ এনজিও সংস্থার তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় ডেমক্রেসিওয়াচ এনজিও সংস্থার আস্থা প্রকল্পের আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে বৃহস্পতিবার নজিপুর মামুদপুর আদিবাসী কালচারাল একাডেমী চত্বরে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
ডেমক্রেসিওয়াচ এনজিও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নজিপুর পৌর সভার কাউন্সিলর মোছাঃ ফারহানা মমিন, ডেমক্রেসিওয়াচ এনজিও আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোছাঃ রিমা আক্তার, আদিবাসী নেতা সুধীর তীকি, যতিন টপ্য সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি সমাজের হতদরিদ্রের মাঝে সরকারের সেবা সমূহ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন