নওগাঁর পত্নীতলায় দুরারোগ্য রোগীদের অনুদানের চেক প্রদান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/Naogaon-News-Pic-OnudanerCheckBiteron05-07-23-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে বুধবার উপজেলা সভা কক্ষে উপজেলার দুরারোগ্য ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজিষ্ট, জন্মগত হৃদরোগ,থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কমসূচির আওতায় এককালীন অনুদানের চেক প্রদান উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্নীতলা উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন আহমেদ, বাবু সন্তোষ কুমার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা সূধীজন প্রমুখ। পরে অতিথিবৃন্দ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত উপজেলার ২৪জন রোগীর মাঝে প্রত্যেককে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তার ৫০হাজার টাকার চেক তুলে দেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন