নওগাঁর পত্নীতলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নওগাঁর পত্নীতলায় র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ ১৫ই অক্টোবর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত ‘— এ প্রতিপাদ্যে আজ সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল দেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শোয়েব খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সন্তজ কুমার মন্ডল, ব্র্যাক ডিস্ট্রিক ম্যানেজার সাজ্জাদ হোসেন সহ স্কুলের শিক্ষার্থীরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন