নওগাঁর পত্নীতলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সারা বিশ্বের ন্যায় শনিবার (১০) ডিসেম্বর নওগাঁর পত্নীতলায় ইন্টরন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আয়োজনে উৎযাপিত
হয়েছে ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস।

পথ সভা, মানববন্ধন ও অসহায়দের মাঝে সাহায্য উপকরনের মাধ্যমে কর্মসূচি পালিত হয়। বেলা ১১টা ৩০ মিনিটে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

সাংবাদিক ও মানবাধিকার কর্মী রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক শাহিদ হাসানের সঞ্চালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাংলাদেশ শাখার স্পেশাল কোঅর্ডিনেটর রুবাইত হাসান ,তিনি আক্ষেপের সাথে বলেন বাংলাদেশে নারী নির্যাতন ট্রাইব্যুনাল আছে ,কিন্তু পুরুষ নির্যাতন ট্রাইব্যুনাল নেই।আবার চাকরিতে মহিলা কোটা আছে ,ছেলেদের নেই। তাহলে কীভাবে মানবাধিকার হলো? মানবাধিকারে নো ম্যান, নো ওমেন। এখানে আনতে হবে হিউম্যান। তাহলেই প্রতিষ্ঠা হবে সুরক্ষিত অধিকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ার‌ম্যান আব্দুল আহাদ (রাহাত),জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ ঝর্না ,পৌর আওয়ামীলীগের সভাপতি ও নজিপুর বনিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু, বনিক কমিটির সাধারণ সম্পাদক এ জেড মিজান,নজিপুর সরকারী কলেজের ছাত্রলীগ সভাতি শামিম রেজা প্রমুখ।

উল্লেখ্য যে, নাশকতা এড়াতে পত্নীতলা থানার দুইটি টিমের কড়া নিরাপত্তার মাধ্যমে কর্মসূচি পালিত হয়।