নওগাঁর পত্নীতলায় যুবকের মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/20210523213638_96a3be3cf272e017046d1b2674a52bd3_8917303.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর-মাতাজি সড়কের সিংড়াপাড়া মোড় এলাকায় রাস্তার পাশ থেকে মঙ্গলবার (১২ জুলাই) সকালে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ।
জানাগেছে, নিহত মেহেদী হাসান উপজেলার ঘোষনগর দিঘীর পাড় গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। সে পেশায় একজন সিএনসি চালক।
এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ্ সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঘোষনগর-মাতাজি সড়কের সিংড়াপাড়া মোড় এলাকায় রাস্তার পাশে মেহেদী হাসানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পত্নীতলা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, ময়না তদন্তের পর জানা যাবে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমে চিহ্ন ছিলো বলে ওসি নিশ্চিত করেছেন।
জানা যায়, ওই যুবক দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন