নওগাঁর পত্নীতলায় সড়কে রোলারের চাপায় নারী শ্রমিকের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় সড়কে কাজ করার সময় রোলারের চাপায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নজিপুর-শিবপুর সড়কের উমা-মহেষপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নারী শ্রমিক নিয়ামতপুর উপজেলার হাজীনগর বেলট্টি এলাকার হাফিজুলের স্ত্রী লতিফন বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের অন্তর্গত নজিপুর-শিবপুর সড়কের কার্পেটিং কাজ সোমবার চলাকালীন সময় অসর্তকতাবস্থায় রোলারের নীচে উক্ত নারী শ্রমিক চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় রোলারের ড্রাইভার পালিয়ে যায়।
খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে থানায় আনে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামশুল আলম শাহ নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















