নওগাঁর বদলগাছীতে আপন ভাইয়ের হাতে ভাই খুন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/received_729857659028275-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হলেন আপন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নে।
নিহত ভাইয়ের নাম হেলাল হোসেন (সাজু) (২৫)। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনর দ্বিতীয় ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো রাজু (৩০) পলাতক রয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২ টায় ছোট ভাই বড় ভাই মোটরসাইকেল ক্রয় বিষয়ে কথা কাটাকাটি হয়। ছোট ভাই খড়ের কাজ করছিলো। এক পর্যায়ে বড় ভাই রাজু ছোট ভাই হেলাল হোসেন (সাজু) ওপর চড়াও হয়ে পাশেই পড়ে থাকা ইট দিয়ে পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান হেলাল হোসেন সাজু। স্বজনরা চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত হেলাল হোসেন সাজুর মামাতো ভাই রিপন হোসেন বলেন, এর আগেও বড় ভাই রাজু নেশার টাকার জন্য কয়েকবার ছোট ভাই কে মারধর করেছে বলে তিনি জানান।
বদলগাছী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয় নি। অভিযুক্ত বড় ভাই রাজু পলাতক রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন