নওগাঁর বদলগাছীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিলন চন্দ্র রায়। ১৫ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া আশ্রয়ন প্রকল্প ও মিঠাপুর ইউনিয়নের মিঠাপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আবাসন প্রকল্প পরিদর্শন করেন। এসময় সঙ্গে ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
অতিঃ জেলা প্রশাসক আবাসন পরিদর্শনকালে আশ্রয়ণের ৪৪টি পরিবারের সুফলভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এসব পরিবারের কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। ঘর পেয়ে আশ্রয়ণের বাসিন্দারাও অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আনন্দ প্রকাশ করেন।
আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে তারা অনেক কষ্ট করেছেন। তাদের আশ্রয় ছিল না। প্রধানমন্ত্রীর কারণে তারা আশ্রয় পেয়েছেন। সুফলভোগীরা এখানে পানি এবং বিদ্যুতের সুব্যবস্থা না থাকার কথা জানালে এক সপ্তাহের মধ্যে পানির ব্যবস্থা করার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন