নওগাঁর বদলগাছীতে বিশিষ্ট মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ জেলার বদলগাছী কাস্টগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফাইজুল ইসলাম (২৫), পিতা-মোঃ ভুট্টু মন্ডল,মোঃ বাবলু মন্ডল (২৫), পিতা- মৃত মুনির মন্ডল, উভয়ের থানা- ধামইরহাট জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ফাইজুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বাবলু এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামী ফাইজুল ও মফিজুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে ০৩-০৯-২০২৪ ইং তারিখে রাত ১১ টায় ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন কাস্টগাড়ী নামক এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ফাইজুল ও বাবলু কে আটক করা হয়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফাইজুল ও বাবলু এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩, মেজর আসিফ আল- রাজেক বলেন, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন