নওগাঁর বদলগাছী শোক দিবসে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি আহত এক।
১৫ আগষ্ট সকাল দশটায় উপজেলা ডাকবাংলো থেকে শোক দিবসের র্যালী বের হয়।সেই র্যালী তে আধাইপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো মারুফ হোসেনের সাথে উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শামীমের হোসেনের ধাক্কাধাক্কি হয়।
এর পর শুরু হয় প্রভাব বিস্তার। পরে দুপুর ১২ টায় ডাকবাংলোর ভিতরে উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম কে চেয়ার তুলে মাথায় আঘাত করেন আধাইপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মারুফ হোসেন। এবং কয়েকজন ছাত্রলীগ নেতা কর্মীর মধ্যে হয় ধস্তাধস্তি । এতে ঘটনাস্থলেই শামীম আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো সুমন হোসেন বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি র্যালীর সামনে ছিলাম। সেখানে অনেক কর্মী ছিলো, ধাক্কাধাক্কি হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত, তাদের শনাক্ত করে সাংঘটনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো মিজানুর রহমান কিশোর বলেন, ছাত্রলীগের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। একজন আহত হয়েছে,আমরা তার সার্বক্ষণিক খোজখবর নিয়েছি। আঘাত গুরুতর না।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোন পক্ষের অভিযোগ পাইনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন