নওগাঁর মাদ্রাসা ছাত্র হত্যার রহস্য উদঘাটন, আটক ৪
নওগাঁর বদলগাছীর গাবনা ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধারের দুই দিন পরে ৪ জনকে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ।
বুধবার দুপুরে বদলগাছী থানায় প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল বলেন । নিহত সাকিব হোসেন মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সাকিব ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। অটো চার্জার ছিনতাই এর উদ্দেশ্যে ঐ ছাত্রকে হত্যা করা হয়েছে বলেও জানান। ভ্যানের ৪ টি বাটারী, দুইটি মোবাইলসহ ৪ জন হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়।
হত্যার সাথে জড়িতরা হলেন,মহাদেবপুর উপজেলার, লহির উদ্দিন ছেলে, আসমত আলী, মৃত: সাইদুল এর ছেলে এমরান,মৃত সফিজ উদ্দিন এর ছেলে জুয়েল রানা, আব্দুল জব্বার এর ছেলে মনির।
বদলগাছী থানায় প্রেস ব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন, বদলগাছী ও মহাদেবপুর এর অতিরিক্ত পুলিশ সুপার, জয়ব্রত পাল, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহা: আতিয়ার রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মো রায়হান হোসেনসহ জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন