গৌরীপুরে নূরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপিত

সৌদি আরবের চাঁদের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছে।

বুধবার (২৮ জুন) সকাল ৬-৩০ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. সেকান্দর আলী। দ্বিতীয় জামাত সকাল ৯টা টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম।

জামাত শেষে মোনাজাত পরিচালনা করেন নূরমহল সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ শাহ নূরে আফতাব পাভেজ নূরী আল সুরেশ^রী। ঈদ-উল-আজহার জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে কয়েকশত আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন। মহিলাদের জন্য পৃথক জামাতে ঈদ-উল-আজহার নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদী আরবের সাথে চাঁেদর মিল রেখেই প্রতি বছর এখানে ঈদ-উল-আজহা পালন করা হচ্ছে। একইভাবে আমরা বাংলাদেশের একদিন আগে থেকে রোযা রাখা শুরু করি এবং ঈদুল ফিতর পালন করি।
নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।