নওগাঁর মান্দায় জোরপূর্বক বাড়িতে ঢুকে হামলা, থানায় অভিযোগ
নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের ভাঁরশো ঋষিপাড়ায় জোরপূর্বক বাড়িতে ঢুকে বসতবাড়ি ভাঙচুর ধারালো দা দিয়ে আঘাত টাকা ও স্বর্ণ লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাঁরশো ঋষিপাড়া গ্রামের পরস ঋষির বাড়িতে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় পরম কুমারের ছেলে সপন কুমার মান্দা থানায় ৫ জনকে আসামী করে একটি অভিযোগ করেন।অভিযোগকারী সপন কুমার বলেন, গত রবিবার সন্ধ্যায় চাঁদা বাজ সজল হোসেন,আব্দুল কাশেম,সোহেল রানাসহ ৫/৭ জন চক্রবদ্র দল আমার কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে, চাঁদার টাকা আমি না দেওয়া আমাকে সহ আমার পরিবারের লোকজনকে মারপিট ও বাড়িতে হামলা চালায়।
সজল সহ তার লোকজন নিয়ে এসে বাড়িতে জোরপূর্বকে ঢুকে মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাড়ি ভাঙচুর করে ঘরের ভেতর প্রবেশ করে শোকেচে ড্রয়ারের তালা ভেঙ্গে স্বর্ণালংকার ও টাকা লুটপাট করে নিয়ে যান। থনার অভিযোগ সূত্রে জানা যায়, জোরপূর্বকে ঢুকে বাড়িতে ঢুকে মারপিট ও হামলা চালিয়ে আহত করে পরিবারের লোকজনকে।
এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসীরা চলে এলে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান হামলা কারিরা। পরে ঘটনাস্থল থেকে রাতেই আহতদের এলাকাবাসীর লোকজন উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ এব্যাপারে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়া তাদের বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি। এ ঘটনা মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন