নওগাঁর মান্দায় সোনালী ক্ষুদ্র সমিতির আমানত সংগ্রহের মিথ্যা অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি অসহায় হতদরিদ্র মানুষের সফলতা আনায় একটি মহল উক্ত সমিতির সুনাম নষ্ট করার জন্য মেতে উঠেছে এমনই অভিযোগ করেছেন স্বয়ং সমিতির মালিক আব্দুল মান্নান।

স্থানীয় এলাকার অসহায় হতদরিদ্র বাসিন্দা আমির খান, কাজল হোসেন, একরামুল হক জানান, আমাদের পলাশবাড়ী ও সতিহাট এলাকায় এই সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আসায় আমরা এই এলাকার গরীব দুঃখী অসহায় মানুষরা খুবই উপকৃত হয়েছি। এই সমিতির লেনদেন খুব ভালো, সমিতির সদস্যদের অল্প আমানতেই এই সমিতি থেকে টাকা উত্তলন করা যায় এবং বাৎসরিক সুদের হারও অনেক কম।

এদিকে এই সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ধীরে ধীরে সদস্য বেশি হওয়ায় অন্যান্য সমিতির পরিচালকদের সমিতির ব্যবসা মন্দা হওয়ার কারনে সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উপর নানা ধরনের অভিযোগ দেওয়া শুরু করেছে।

তেমনি জানিয়েছেন, সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মালিক আব্দুল মান্নান। তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয় পাটির মান্দা উপজেলার সাধারণ সম্পাদক এবং সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মালিক হওয়ায় দলীয়ভাবে ও আমার সমিতির মান ক্ষুন্ন করার জন্য কিছু অসাধু ব্যক্তি এই পরিকল্পনা শুরু করেছে।

তাই আমি এর তীব্র প্রতিবাদ জানায়। তিনি আরো জানান, স্থানীয় সমবায় অফিস থেকে আমি ব্যবসায়ী সমিতির নামে রেজিস্ট্রেশন নিয়ে রীতিমতো সমিতি নিমন্ত্রিত করছি। আমার সমিতির বিরুদ্ধে যে পেপার প্রতিকায় সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহিন৷ অধিক মুনাফার প্রলোভনে সাধারণ মানুষকে ঠকানো আমার সমিতির কাজ নয় আমার সমিতির কাজ অসহায় ও হতদরিদ্র মানুষদের মঙ্গল ও পাশে থাকা।

এই ব্যাপারে নওগাঁ জেলা সমবায় সমিতির কর্মকর্তা
মোঃ ইমরান হোসেন জানান আমাদের অফিসে এ রকম কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।