নওগাঁর রাণীনগরে গাঁজাসহ দুইজন আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/IMG_20221224_171349.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর রাণীনগরে থানাপুলিশের পৃথক অভিযানে মোট ৯০গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ষ্টেশন এলাকা থেকে রবিন সাখিদার(২২)কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রবিন উপজেলার সিংড়াডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এছাড়া একই রাতে উপজেলার নিজামপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বৃন্দাবন সরকারের ছেলে যতীশ চন্দ্র দেবনাথ (৫৫) কে ৪০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এঘটনায় শুক্রবার রাতেই আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন