নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পরে মুদি দোকানির মৃত্যু
নওগাঁর রাণীনগরে মির হোসেন (৪৮) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পরে নিহত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় রাণীনগর রেল ওয়ে ষ্টেশনে দক্ষিন পার্শ্বে এঘটনা ঘটে।খবর পেয়ে সান্তাহার জিআরপি থানাপুলিশ লাশ উদ্ধার করেছে। মির হোসেন রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের আবদুল করিমের ছেলে।
রাণীনগর রেল ওয়ে ষ্টেশন মাস্টার আতাউল হক খাঁন বলেন, চিলাহাটী থেকে ছেরে আসা খুলনাগামী রুপসা ট্রেন ষ্টেশন অতিক্রম করছিল। এ সময় প্লাটফর্ম অতিক্রম করলে স্থানীয়রা দেখতে পান মির হোসেন ট্রেনের নিচে কাটা পরেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির হোসেনের ছোট ভাই ওবাইদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় সিম্বা স্ট্যান্ডে সকালে দোকান খুলে বেচা-কিনা করছিল। এরপর দোকান বন্ধ করে চলে যায়। পরে জানতে পারি ট্রেনের নিচে কাটা পরে মারা গেছে। তবে ঋনের কারণে জায়গা জমি বিক্রি করে অনেকটায় নিঃস্ব ছিলো মির হোসেন।
স্থানীয় ইউপি মেম্বার একই গ্রামের শুকুর আলী বলেন, ঋণ পরিশোধ করতে গিয়ে মাঠের জমি থেকে শুরু করে বাড়ীর জায়গা পর্যন্ত বিক্রি করেছে। ফলে নানান হতাশা থেকেই হয়তো আত্মহত্যা করতে পারে।
সান্তাহার রেল ওয়ে থানার ওসি সাকিউল আজম স্থানীয়দের বরাত দিয়ে বলেন,মির হোসেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।আমরা তার লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন