নওগাঁয় ধানক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/received_1011721500222950-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে শ্রী বিনয় চন্দ্র মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার মৈনম ইউনিয়নের মধ্য-দুর্গাপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শ্রী বিনয় চন্দ্র মন্ডল একই ইউনিয়নের পিরোরি বিলদুধলা গ্রামের মৃত শ্রীখণ্ঠ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন গোয়াল ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে পাশের গ্ৰামে তফসের নামে এক ব্যাক্তি ঝগড়া-ফ্যাসাদ মীমাংসার জন্য তাকে ডেকেছিলেন। সেখানে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে জমির ভিতরে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন