নওগার পত্নীতলায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক উদ্বোধন
মুজিববর্ষে দেশের প্রতিটি থানায় পুলিশের উপহার একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ ও পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (১০ এপ্রিল) গণভবন থেকে ভাসুর্য়ালি গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন তিনি।
ভাসুর্য়ালি এ উদ্বোধন কালে নওগাঁর পত্নীতলা থানা হতে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, তদন্ত ওসি হাবিবুর রহমান সহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক‘র) রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক রুবাইত হাসান, পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।
নজিপুর পৌরসভার ২ নং ওয়ার্ড পলিপাড়া গ্রামের বিপুল শেখের স্ত্রী শিল্পি পুলিশের উপহারকৃত ঘর পেয়ে তিনি আনন্দে আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠান সমাপ্তির পর নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেক্সের দায়িত্ব প্রাপ্ত এসআই নাজনিন বাংলাদেশ পুলিশ যে লক্ষ্যে এই ডেক্স গঠন করেছে তার সঠিক নির্দেশনা মোতাবেক সবোর্চ্চ সেবা প্রদান ও ওসি শামসুল আলম শাহ সর্বাত্নক সহযোগীতার দৃঢ় অঙ্গীকার করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন