নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল পাশা
নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। তিনি আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার সেনাবাহিনীর কর্মকর্তা মোস্তফা কামাল পাশাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ।
অপরদিকে আইজি প্রিজনের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সৈয়দ ইফতেখার প্রায় পাঁচ বছর আইজি প্রিজনের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালের ১১ ডিসেম্বর আইজি প্রিজন হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি কেন্দ্রীয় ঔষধ ভাণ্ডারের পরিচালক ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন