নতুন বই পেয়ে আনন্দিত দিনাজপুরের বীরগঞ্জ শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা
কয়েক দিনে উত্তরা লে মৃদু বাতাসে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। মানুষ প্রয়োজন ছাড়া ঘর হতে বের হচ্ছে না। শীত উপেক্ষা করে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে মনের আনন্দে মেতে উঠেছে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই ৫ নং ওয়ার্ডে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারি) সকালে শুভসংঘ স্কুল ক্যাম্পাসে প্রাক- প্রাথমিক- ৫৬, প্রথম শেণি ৪০, দ্বিতীয় শ্রেণি ৪০ জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি হয় নতুন বছরের স্বপ্ন, হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে স্কুল ছাড়ে কোমলমতি শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ শুভসংঘ স্কুলের সমন্বয়ক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি ও শিক্ষক ফরহাদ হোসেন, জেসমিন বেগম সহ স্থানীয় অভিভাবকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন