নয়াপল্টনে বিএনপির সমাবেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/7-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা জেলায় পুলিশের গুলিতে দলীয় কর্মী নুরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে ডাকা বিএনপির সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন।
সমাবেশে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন।
এর আগে বুধবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর বিএনপির উভয় অংশের নেতারা নয়াপল্টনে সমাবেশস্থল পরিদর্শন করেন। সেখানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে।
এদিকে বিএনপির সমাবেশের কারণে নয়াপল্টন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন