ইউক্রেন শীতের আগেই যুদ্ধ শেষ করার কৌশল নিয়েছে

ইউক্রেন শীতের মৌসুম আসার আগেই রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার কৌশল নিয়েছে। ইউক্রেনের সেনা সূত্র সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শীতের আগেই যুদ্ধ শেষ করার কৌশল নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

চলতি আগস্টে ছয় মাসে পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। ফের শীত আসার সময় ঘনিয়ে আসছে। ডিসেম্বর নাগাদ শীত মৌসুম শুরু হয় দেশটিতে। ইউক্রেনের আশঙ্কা, রাশিয়া শীত পর্যন্ত যুদ্ধ টানতে চাইছে।

তারা থার্মাল প্লান্টগুলো ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে। রাশিয়া সক্ষম হলে শীতে কার্যত ঠাণ্ডায় মারা যাবেন ইউক্রেনবাসী। তাই ইউক্রেন চায় শীতের আগেই যুদ্ধ শেষ করতে। চলতি সপ্তাহের গোড়ায় জেলেনস্কির বার্তাতেও সে কথা প্রতিফলিত হয়েছে।

ইউক্রেনের দাবি, থার্মাল প্লান্ট ধ্বংস করার কথা প্রকাশ্যেই জানিয়েছিল রাশিয়া। তবে রাশিয়া সেকথা স্বীকার করতে চায়নি। সূত্র: ফক্সনিউজ