নরসিংদীতে ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
নরসিংদী জেলা শাখা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিঃ) মােহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী এর নেতৃত্বে মঙ্গলবার ( ৮ জুন) এসআই (নিঃ) মোঃ সাদেকুর রহমান সঙ্গীয় এসআই (নিঃ) মাহমুদুল হাসান মারফ , এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ মনিরজ্জামান এবং সঙ্গীয় জেলা গোয়েন্দা শাখার ফোর্স অদ্য ০৮ তারিখ রাত ২ টায় নরসিংদী জেলার সদর থানাধীন শালিধা সাকিনস্থ মদনগঞ্জ রোডে আমানত শাহ নির্মানাধীন টেক্সটাইল এর উত্তর – পশ্চিম কোণে রাস্তার পাশে ১৬/১৭ জনের একদল ডাকাত সিএনজি নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে,
বিজয় দেবনাথ (৪১), মোকলেছুর রহমান মুকুল (৫৫),আকরাম ( ২১ ), সঞ্জীত দাস ( ৩২ ), রাসেল আহাম্মেদ রাজ ( ২৭ ), মোঃ আল আমিন ভুইয়া (১৯), মোঃ আফজাল মিয়া (২৩), জুয়েল (২৪) নামে আট আসামীকে একটি সিএনজি অটোরিক্সা রেজিঃ নং – নরসিংদী থ – ১১-০৬০৩ সহ দেশীয় অস্ত্র শস্ত্র, ২ টি রামদা, ১ টি চা পাতি , ২ টি দা, ১ টি কাটার, ৩ টি ছোট – বড় ছোড়া, ১ টি ক্রু ড্রাইভার এবং রশি সহ গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের তাৎক্ষণিক অভিযানের ফলে ডাকাতির প্রস্তুতির সময় আসামীদের দেশীয় অস্ত্র শস্ত্র সহ গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের সহযোগী পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। তারা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
ডাকাতদের বিরদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রজু করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন