করোনা: মাস্ক বিতরণ লালমনিরহাট ট্রাফিক পুলিশের

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করছে লালমনিরহাট ট্রাফিক পুলিশ।

৯ জুন (বুধবার) লালমনিরহাট পুলিশ সুপারের নিদর্শনায় জেলা শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের জনসচেতনতা বৃদ্ধি করণ প্রচারণা ও মাস্ক বিতরণ করছে লালমনিরহাট ট্রাফিক পুলিশ।

শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড় সহ শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ট্রাফিক সার্জেন্ট জাকির, টিএসআই ওসমান,এটিএসআই রহমান প্রমূখ।

লালমনিরহাট ট্রাফিক পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের দিক নির্দেশনায় সিমান্তবর্তী জেলা হিসেবে জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণে নিরলসভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সদর ট্রাফিক লালমনিরহাট।