নরসিংদীতে ডিবির পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া ও শালিধা এলাকা হতে পৃথক অভিযান চালিয়ে ২০ (বিশ)কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি
তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।
আটককৃতরা হলেন, নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া এলাকার মৃত আঃ মোতালিব মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৫৫), মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের মোজাম্মেলের স্ত্রী আখি বেগম (৩০) একই গ্রামের কাজল মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪০) ও সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫)।
রোববার (২০ আগস্ট) রাত ৮ টায় জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া (রাঙ্গামাটিয়া) এলাকার সিরাজুল উলুম মাদ্রাসার পাশে হতে ১২ কেজি গাঁজাসহ জাকির হোসেন, আখি বেগম ও হনুফা বেগম নামে ৩ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেন।
একই দিন অপর আরেক অভিযানে ডিবির আরেকটি দল পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড ৮ (আট) কেজি গাঁজা সহ সাইদুর রহমান নামে অপর আরেক মাদক কারবারিকে আটক করেন। গ্রেফতারকৃতদের বিরদ্ধে নরসিংদী মডেল থানায় মামলার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















