নরসিংদীতে মনোহরদীর ভাঙ্গা ব্রীজে ব্যক্তি উদ্যোগে দুর্ভোগ নিরসন

নরসিংদীর মনোহরদীর চালাকচর—উরলিয়া পাকা রাস্তায় বছর খানেক আগে একটি ব্রীজ ভেঙ্গে জনদুর্ভোগ চলছিলো।এ দুর্ভোগে এলাকার চার ব্যাক্তির উদ্দোগে ব্রীজটি সংস্কার করে যানচলাচলের ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, মনোহরদীর চালাকচর—উরলিয়া পাকা রাস্তার বীরমাইজদীয়া গ্রামে একটি পাকা ব্রীজ বছর খানেক আগে ভেঙ্গে পড়ে। এতে গুরত্বপূর্ণ এ রাস্তাটিতে দৈনন্দিন চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়। পরে রাস্তা সংলগ্ন শিমূলকান্দী গ্রামের তিন পরিবারের চার ব্যক্তির উদ্দোগে এ ব্রীজের উপরে সম্প্রতি একটি কাঠের পাটাতন দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করা হয়।

রোববার সরেজমিনে সেখানে গিয়ে এ পাটাতনের উপর দিয়ে লোকজন ও হালকা যানের সহজ চলাচল দেখা যায়।
পাটাতন নির্মানকারীদের অন্যতম শিমূলকান্দী গ্রামের সুমন মিয়া জানান, তারা সওয়াবের নিয়তে এ কাজটি করেছেন।
এ ব্যাপারে বড়চাপা ইউপি চেয়ারম্যান সুলতান উদ্দীন জানান, ব্রীজটি পুনঃ নির্মান কাজ চলাকালে বিকল্প রাস্তাটি চলাচল উপযোগী রাখতেও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম এ বিষয়ে জানান, ব্রীজটি পুনঃ নির্মানে টেন্ডার হয়েছে।সেটি এখনো খোলা হয়নি। ঠিকাদার নিয়োগ হবার পর এর কাজ শুর হবে।