নরসিংদীতে বেলাবতে ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/received_3275246756025757.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদীর বেলাবতে ট্রাক্টর (ইছারমাতার) চাপায় আরিয়ান (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান উপজেলার গাংকুল পাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে এবং বেলাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইট বুঝাই করা একটি ইছারমাতা বেপরোয়া গতিতে বেলাব হতে বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেল যোগে রাজারবাগ হতে আরিয়ান ও সোহান নামে দুই বন্ধু বেলাব বাজারের দিকে আসছিল। রাজারবাগ মোড়ের কাছাকাছি বেলাব রোড ব্রিজ সংলগ্ন স্থানে আসলে মোটারসাইকেল ও ইছারমাতার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলর পিছনে থাকা আরিয়ান ছিটকে পড়ে ইছারমারা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনার পর ইছারমাতার ড্রাইভার পালিয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মোঃ নরল হাসান ভূঁইয়া বলেন, অদক্ষ চালক আর অনুমোদনহীন গাড়ির কারনে এধরনের দূর্ঘটনা প্রায়ই ঘটে। আমরা অবৈধ গাড়ি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
বেলাব থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন খাঁন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ড্রাইভার পালিয়ে গেছে তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন