নরসিংদীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫৩ হাজার ৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান দ্বিতীয পর্যায এর আশ্রযন-২ প্রকল্পের আওতায বেলাবোতে ভূমিহীন ও গৃহহীন ৫ পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি প্রদান করা হযেেছে।

এ উপলক্ষে রবিবার (২০ জুন) সকালে উপজেলা হলরমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেযারম্যান মনিরজ্জামান ভূঁইযা জাহাঙ্গীর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, উপজেলা ভাইস চেযারম্যান শারমিন আক্তার খালেদা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফাযতে হোসেন পলাশ, উপজেলা নির্বাচন অফিসার শেখ আদিল, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ সেলিম, বাজনাব ইউনিযন পরিষদ চেযারম্যান খন্দকার মোখলেসুর রহমান, সাবেক উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরজ্জামান খান, পাটুলি ইউনিযন চেযারম্যান ইফরানুল হক ভূঁইযা জামান, বিন্নাবাইদ ইউনিযন চেযারম্যান গোলাম মোস্তফা গোলাপ, বেলাব প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল জলিল, বেলাবো সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয প্রধান শিক্ষক প্রবীর কুমার প্রমুখ।