নরসিংদীতে রায়পুরায় আসামি ধরতে গিয়ে এসআই-সহ ২ পুলিশ জখম
নরসিংদীর রায়পুরায় মাদক কারবারি ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে দায়ের কোপে পুলিশের এক উপপরিদর্শক রক্তাক্ত জখম হন। পরে তাকে বাঁচাতে গিয়ে আহত হন এক কনস্টেবল।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে ৪টায় উপজেলা অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পরে এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে স্বপন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি একই ইউনিয়নের মৃত ফজর আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়ার ভাই।
আহত দুজন হলেন, উপপরিদর্শক আরিফ রাব্বানী (৩৫) ও কনস্টেবল আল আমিন (৪০)। তারা দুজনই রায়পুরা থানায় কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপপরিদর্শক আরিফ রাব্বানী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কারবারি ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়ার ধরতে যান। ওই সময় নিজের ঘরেই অবস্থান করছিলেন স্বপন। পরে ঘরে ঢুকে স্বপনকে গ্রেপ্তার করতে গেলে তার পরিবারের লোকজন পুলিশ সদস্যদের চারপাশ থেকে ঘিরে ধরে। ওই সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে স্বপন দা দিয়ে উপপরিদর্শক রাব্বানীর মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। ওই সময় তাকে বাঁচাতে গেলে স্বপনের ভাই হারন মিয়া রড দিয়ে পিটিয়ে কনস্টেবল আল আমিনকে আহত করে।
পরে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে উন্নত চিকিৎসার জন্য উপপরিদর্শক রাব্বানীকে রাজধানীতে পাঠানো হয়। কনস্টেবল আল আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সহকারি পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদককারবারি স্বপনকে ধরতে গিয়ে উপপরিদর্শক আরিফ রাব্বানী ও কনস্টেবল আল আমিন আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে সেখানে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন