নরসিংদীতে ৪০ দশমিক ২১ শতাংশ করোনা শনাক্ত
নরসিংদীতে একদিনে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১১ হাজার ৭৭৮ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে র্যাপিড অ্যান্টিজেনে ১০৬ পরীক্ষায় ৩৫ জন ও আরটিপিসিআর ল্যাবে ৮৩ জনের পরীক্ষায় ৪১ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ২১ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৫৬ জন সদর উপজেলার, ৩ জন বেলাব, ৮ জন শিবপুরের ও পলাশের বাসিন্দা ৯ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬২ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৩১৫ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৩ জন।
জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৩৪৯ জন, রায়পুরাতে ৬১৮ জন, বেলাবোতে ৭৭২ জন, মনোহরদী ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪৫৬ জন, পলাশে ১ হাজার ৬৮৬ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন