নরসিংদীতে ৪ কেজি গাঁজাসহ আটক ২

নরসিংদীতে ৪ কেজি গাঁজাসহ দুই ব্যাক্তি কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকা হতে এই গাজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জুলুফ মিয়ার ছেলে একরাম হোসেন (২৬) ও ঢাকা মিরপুর বোনারসী পল্লীর হায়দার আলীর ছেলে নাসিম হাসান রাজা (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক গনি মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল সদর থানার কাউরিয়াপাড়া হতে ওই মাদক ব্যবসায়ীদের ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। মাদকসহ আটকের ঘটনায় তাদের বিরদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















