নরসিংদীর “কুমিরা বিল” বেদখলমুক্ত করলো জেলা প্রশাসন

নরসিংদী সদর উপজেলা করিমপুর ইউনিয়নে “কুমিরা বিল” বেদখলমুক্ত করার জন্য নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সদয় নির্দেশনা মোতাবেক এবং উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী মোর্শেদ এর তত্ত্বাবধানে সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালিনা করেন নরসিংদী সদর উপজেলা এসিল্যান্ড ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া।

তার অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ মে) করিমপুর ইউনিয়ন ভূমি অফিসের করিমপুর মৌজায় ৯১১ নং দাগে ০১ নং খাস খতিয়ান ভূক্ত ‘কুমিরা বিল’ পরিমাণ ১০.২৬ একর অর্থাৎ ১০২৬ শতাংশ জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ০৫ কোটি ১৩ লক্ষ টাকা ) বেদখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্বে নেয়া হয়। একই সাথে খনন ও সংস্কারপূর্বক জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করা হযেেছ।

এসময় শাহ আলম মিয়া বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ধার হলো বেদখলি “কুমিরা বিল”। সরকারি স্বার্থ,সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর নরসিংদী জেলা প্রশাসন।
তিনি আরো বলেন সরকারি সম্পত্তি বেদখলমুক্ত করণে নরসিংদী জেলা প্রশাসন এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

এই অভিযানে সময় উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।