নরসিংদীর পলাশে উপজেলা পরিষদের সামনে থেকে মোটরসাইকেল চুরি
নরসিংদীর পলাশে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে মোটর সাইকেলটি চুরি হয়েছে। সোমবার দুপুরে এই চুরির ঘটনা ঘটেছে। মোটর সাইকেলটি চুরি হওয়ার দৃশ্য উপজেলার সিসি ক্যামেরায় দেখা গেলেও চোর শনাক্ত করা যায়নি।
চুরি হওয়া মোটরসাইকেলের মালিক গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলতাফ হোসেন।
ভুক্তভোগী আলতাফ হোসেন জানান, সোমবার দুপুর ১২ টায় তার মোটর সাইকেল (নরসিংদী ল-১১-০৭৪৮) নিয়ে কাজের জন্য উপজেলা পরিষদে যান তিনি। মোটর সাইকেলটি উপজেলা ভবনের সামনে তালাবদ্ধ অবস্থায় রেখে উপজেলা পরিষদের ভবনে প্রবেশ করেন। কাজ শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি আর নেই। অনেক খোঁজাখুজি করে এটি না পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সিসি ক্যামেরায় একজন অজ্ঞাত যুবককে তার মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পান। এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ভুক্তভোগী আলতাফ হোসেন। জানা যায় উপজেলা পরিষদের সামনে থেকে এর আগেও একাধিক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন