নরসিংদীর মনোহরদীতে চুরির ঘটনায় জড়িত ১জন গ্রেপ্তার
নরসিংদীর মনোহরদীতে দোকানের চাল কেটে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আল আমিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) বিকালে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।
এর আগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মোঃ আল আমিন (২৫) গাজীপুরের কাপাসিয়া থানার মামুর উদ্দিন গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, মনোহরদী থানার হাতিরদিয়া বাজারে মোঃ জাকির হোসেনের মালিকানাধীন “ফ্যামিলি মার্চ” নামের একটি দোকানে গত ৬ নভেম্বর রাতে চুরি হয়। ওই দোকানে মোবাইল ব্যাংকিং, মোবাইলের ফ্লে·িলোড, স্ক্যাচ কার্ডসহ কনফেকশনারী ও স্ট্যাশনারী মাল ক্রয বিক্রয করা হয়। দোকান মালিকের ভাতিজা সাইফুল ও কর্মচারী রিফাত দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন ৭ নভেম্বর সকালে দোকানের কর্মচারী রিফাত দোকানে এসে ভিতরে ঢুকে চুরির বিষয়টি টের পান। চোর চালের ঢেউ টিন কেটে দোকানে ঢুকে ৪০ হাজার টাকা মূল্যমানের মোবাইলের বিভিন্ন কোম্পানীর ক্যাচ কার্ড, ক্যাশ বা·ে থাকা নগদ ৩০ হাজার টাকা, সিগারেট, পারফিউম একটি ট্যাবসহ বিভিন্ন মাল চুরি হয়। এই ঘটনায় অভিযান করে জড়িত আল আমিনকে আটক করা হয়।
এসময় তার দখল থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৭ প্যাকেট সিগারেট, ১টি চোরাইকৃত মোবাইল সেট, ১টি ট্যাব, বিভিন্ন কোম্পানির মোবাইল রিচার্জ কার্ড, টিন কাটার কাচি, চুরি যাওয়া ২ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়। সে পলাশ থানার একটি মামলায় ৩ বছর সাজা খেটে ২০২১ সালে জেল থেকে বের হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন